গোলাবজামন,

গোলাবজামন,
সফট, জুসি, ঝটপট ডিমছাড়া বানানো দোকানের স্বাদে গোলাবজামন……
ভেতরে শক্ত হওয়ার ভয় নেই আর ডিমের জন্য ইলাস্টিক হয়ে যাওয়ারও টেনশন নেই আলহামদুলিল্লাহ…
প্রথম প্রথম মিস্টি বানানো শিখতেছো যারা তাদের বেশ কাজে দিবে ইনশাআল্লাহ্‌…

মিস্টি তৈরিঃ

  • গুঁড়ো দুধঃ ১কাপ
  • ময়দাঃ ১ টেবিলচামচ
  • সুজিঃ ২ টেবিলচামচ
  • ঘি বা মাখনঃ ১ টেবিলচামচ
  • বেকিং পাউডারঃ ১/২(হাফ) চা চামচ
  • লিকুইড দুধঃ ১/৪কাপ
  • তেলঃ ৪কাপ

সুজি ১ টেবিলচামচ পানির সাথে মিশিয়ে ঢেকে রাখুন ৫ মিনিট।এতে সুজি পানি শুষে সফট হবে।

গুঁড়ো দুধের সাথে একে একে ময়দা , বেকিং পাউডার ও ঘি মাখিয়ে নিন ভাল করে। এখন সফট সুজি দিয়ে আবার মিশিয়ে নিন। আস্তে আস্তে সবটুকু তরল দুধ মিশিয়ে খুবই নরম খামির বানিয়ে নিন।কিছুক্ষন ঢেকে রাখুন।

১কাপ চিনির সাথে ২ কাপ পানি ও ৩পিস এলাচ দিয়ে মিশিয়ে চুলাতে দিন।ফুটে উটলে চুলা বন্ধ রাখুন।ঢেকে রাখুন।

কড়াইতে তেল গরম হতে দিন।তেল গরম হলে চুলার আচ একদম কমিয়ে দিন।

এখন খামির থেকে বলের আকারে বানিয়ে গরম তেলে ছাড়ুন।১২ পিসের মত হবে।(বলগুলো একদম স্মুথ না হলেও সমস্যা নেই, তেলে ছাড়লে আকার মসৃন হয়ে যাবে)

সময় নিয়ে আস্তে আস্তে গাড়ো বাদামি করে ভাজুন।(ভাজতে প্রায় ১২-১৫ মিনিট সময় লাগবে)()

মিস্টি ভাজা হলে তেল থেকে তুলে সিরায় দিয়ে ঢেকে দিন। এখন সিরাসহ মিষ্টি অল্প আচে ১০ মিনিট রাখুন। এসময় ফুলে নরম হয়ে যাবে গোলাব্জামন। ১/২ চা চামচ গোলাপ জল দিয়ে নামিয়ে ঠান্ডা করুন।

১ ঘন্টা পরে বা ঠাণ্ডা বা গরম পরিবেশন করুন।

View Comments

  • আহা! এ রকম রেসিপি দেখলে জিবে জল আসে যায়। চমৎকার এ রেসিপিটার জন্য অনেক অনেক ধন্যবাদ।

Share
Published by
Sumona Sumi

Recent Posts

ক্রিমি ইন্সট্যান্ট নুডুলস

ক্রিমি ইন্সট্যান্ট নুডুলস, ক্রিমি হোয়াইট সস আর ইন্সট্যান্ট নুডুলসের লেয়ারে ঝটপট বানানো খুবই ইয়াম্মি নুডুলস।…

4 years ago

ভোগ সাগর(মালাই ক্ষীর টোস্ট)

ভোগ সাগর(মালাই ক্ষীর টোস্ট) (নামের ইতিহাস আমার জানা নাই) টসটসা মালাইয়ে ভরপুর কামড়ে কামড়ে মজা...…

4 years ago

ফিশ পোলাউ(arabic majboos)

ফিশ পোলাউ(arabic majboos), শীতের সময়ে যখন গরু,খাসির বিরিয়ানী পোলাউ তেমন একটা যমেনা তখন এই মাছের…

4 years ago

মশলার সমাহার

মশলার সমাহার বাসায় বানানো আমার বিভিন্ন ফ্রেশ মশলার সমাহার। মজাদার এবং সহজে কমসময়ে রান্নাতে এর…

5 years ago

চিকেন ক্যাশুন্যাট সালাদ,

চিকেন ক্যাশুন্যাট সালাদ, খানাটি বিদেশি হলেও রেসিপি কিন্তু একদমই বাংলাদেশি। থাই বা চাইনিজ কুজিনের জনপ্রিয়…

5 years ago

বিফ দম পোলাউ

বিফ দম পোলাউ, প্রেসার কুকারে কম তেলে ঝটপট আরবদের স্টাইলে তৈরি গরুর মাংস ও কাবলি…

5 years ago