বেইকড রসগোল্লা

বেইকড রসগোল্লা, দেখিয়া ইহাকে ডিমের কোরমা লাগিলেও ইহা কিন্তু বাঙ্গালী রসগোল্লার ফিউশন ভার্শন(one of the best fusion dessert for me)…..

উপকরনঃ

  • রসগোল্লাঃ ১৫ পিস(রেসিপিঃhttps://tastezonebd.com/rasgolla/ )
  • কন্ডেন্সড মিল্কঃ ১ কাপ
  • গুড়ো দুধঃ ১/২ কাপ
  • ছানাঃ ১কাপ(হাত দিয়ে মথে মিহি করে নেয়া)
  • ঘন দুধঃ ২কাপ(৪কাপ দুধ ফুটিয়ে ২কাপ করে নেয়া)
  • গোলাপজলঃ /২চা চামচ

রসগোল্লা রেসিপিঃ https://tastezonebd.com/rasgolla/

রসগোল্লা হাত দিয়ে চেপে রস বের করে নিন।একটি বাটিতে বেশি করে পানি নিয়ে রসগোল্লা গুলো পানিতে ২০ মিনিট ডুবিয়ে রাখুন।

আবার রসগোল্লা থেকে হাত দিয়ে চেপে পানি বের করে বেকিং ডিশে সাজিয়ে নিন।বেশি চাপাচাপি না আবার বেশি ফাকাও যেন না থাকে।

রসগোল্লা বাদে বাকি উপকরন গুলো বড় পাত্রে নিয়ে ভাল করে মিশিয়ে নিন।ছানাও যাতে দুধের সাথে মিশে যায়।(ছানার জন্য টেস্ট অনেক ভাল হয় তাই এটা কখনো বাদ দিবেন না)

ওভেন ২০০সে এ প্রিহিট করুন।

এখন ছানা দুধের মিশ্রন রসগোল্লার উপর সবদিকে সমানভাবে ঢেলে দিন।ওভেনে দিয়ে ২০ মিনিট বা উপর ব্রাউন হওয়া পর্যন্ত বেক করুন।

[**অভেনের কিছুটা উপরের দিকে বেকিং ডিশটা রাখুন এতে জলদি কালার আসবে]

ঠান্ডা করে পরিবেশন করুন।

Share
Published by
Sumona Sumi

Recent Posts

ক্রিমি ইন্সট্যান্ট নুডুলস

ক্রিমি ইন্সট্যান্ট নুডুলস, ক্রিমি হোয়াইট সস আর ইন্সট্যান্ট নুডুলসের লেয়ারে ঝটপট বানানো খুবই ইয়াম্মি নুডুলস।…

4 years ago

ভোগ সাগর(মালাই ক্ষীর টোস্ট)

ভোগ সাগর(মালাই ক্ষীর টোস্ট) (নামের ইতিহাস আমার জানা নাই) টসটসা মালাইয়ে ভরপুর কামড়ে কামড়ে মজা...…

4 years ago

ফিশ পোলাউ(arabic majboos)

ফিশ পোলাউ(arabic majboos), শীতের সময়ে যখন গরু,খাসির বিরিয়ানী পোলাউ তেমন একটা যমেনা তখন এই মাছের…

4 years ago

মশলার সমাহার

মশলার সমাহার বাসায় বানানো আমার বিভিন্ন ফ্রেশ মশলার সমাহার। মজাদার এবং সহজে কমসময়ে রান্নাতে এর…

4 years ago

চিকেন ক্যাশুন্যাট সালাদ,

চিকেন ক্যাশুন্যাট সালাদ, খানাটি বিদেশি হলেও রেসিপি কিন্তু একদমই বাংলাদেশি। থাই বা চাইনিজ কুজিনের জনপ্রিয়…

5 years ago

বিফ দম পোলাউ

বিফ দম পোলাউ, প্রেসার কুকারে কম তেলে ঝটপট আরবদের স্টাইলে তৈরি গরুর মাংস ও কাবলি…

5 years ago