মুরগীর মালাইকারি

মুরগীর মালাইকারি,

কম স্পাইসি কিন্তু বেশ ক্রিমি ও টেস্টি মুরগীর কারি।ঝটপট বানানো যাবে আর পোলাউ, রুটি বা ভাত সবকিছুর সাথেই খাওয়া যাবে তাই মেহমানদারিতে ভাল মানানসই।

উপকরনঃ

  • মুরগীঃ ১টি(মাঝারি আকারের, ১২ পিস করা)
  • দইঃ দের কাপ(ফেটানো)
  • ফ্রেশ ক্রিমঃ ১/৪কাপ
  • টমেটো কেচাপঃ২টেবিলচামচ
  • পেঁয়াজ বেরেস্তাঃ ১/২ কাপ
  • আদা রসুন বাটাঃ ২ চাচামচ করে
  • মরিচের গুড়োঃ ১ চা চামচ
  • টালা জিরা ও ধনে গুড়োঃ ১চা চামচ করে
  • কালো গোল মরিচ গুড়োঃ ১চা চামচ
  • কাঁচামরিচ কুঁচিঃ ৩পিস
  • গরম মশলা গুড়োঃ ১চা চা
  • আদা মিহি কুঁচিঃ ১ চা চামচ, ধনেপাতা কুঁচিঃ ২ টেবিলচামচ, কাচামরিচ ফালি ২-৩ পিস
  • লবণঃ ১চা চামচ
  • তেলঃ ২টেবিলচামচ + মাখনঃ ২টেবিলচামচ

প্রণালী

মুরগী ধুয়ে পানি ঝরিয়ে নিন।

ব্লেন্ডারে দই, বেরেস্তা ও সব গুড়ো মশলা দিয়ে মিহি পেস্ট বানিয়ে নিন।

কড়াঈতে তেল ও মাখন দিয়ে মুরগীর পিস গুলো, লবন ও ১/২ চা চামচ চিনি দিন।উচ্চ তাপে ৪-৫ মিনিট ভাজুন।মুরগী থেকে পানি শুকিয়ে হালকা বাদামি হলে আদা রসুন বাটা ও কাচামরিচ কুচি দিন।

আরো কয়েকমিনিট মাঝারি আচে রেখে দই মশলার পেস্ট দিয়ে মিশিয়ে দিন। কেচাপ দিন।

চুলার আচ কমিয়ে ঢেকে দিন। কিছু সময় পরপর নেড়ে দিন ও লবন দেখে নিন। পানি দেয়া যাবে না।

ভাল ভাবে সিদ্ধ হলে ক্রিম দিয়ে রান্না করুন ৫-৬ মিনিট। তেল ভাসলে আদা কুচি, ধনেপাতা কুচি, কাচামরিচ দিয়ে ঢেকে ২-৩ মিনিট রেখে নামিয়ে নিন।

গরম পরিবেশন করুন।

Leave a Reply